
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই চিটাগাং পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য
স্টেশনের অবস্থানঃ এটা কুমিল্লার সদর উপজেলার একটা রেল স্টেশন ।

( ২ ) রসুল পুর রেল স্টেশন পার হয়ে আমরা এগিয়ে চললাম, আমাদের পরবর্তী গন্তব্যের দিকে ।

(৩) এমন পথ ধরে আমাদের শুধুই এগিয়ে চলা ।

(৪) স্কুল ছুটি, ওরা রেল লাইন পার হয়ে বাড়ির দিকে যাচ্ছে.......

(৫) তিনি হয়তো রেল লাইন মেরামতের কোন কর্মী । তার শান্তির ঘুম আমার হিংসে হয়

(৬) কতো ব্রীজ কালভার্ট পার হলাম, তার কোন হিসেব নেই ।

(৭/৮) সমান্তরাল রেল লাইনের পাশে সমান্তরাল ভাবে দাড়িয়ে থাকা নতুন পাতায় ঘেরা গাছ আর দিগন্ত জোরা সবুজ ধান ক্ষেত, যেন এক স্বর্গীয় দৃশ্য ।


(৯) যত্ন ছাড়াই প্রকৃতিতে বেড়ে উঠা ফুল ।

(১০) মেটো পথে স্কুল ফেরৎ বালকারা ।

(১১) ঘুড়ি..........

(১২) শিশুরা ঘুড়ি উড়াচ্ছে ।

(১৩) পারাপার ।

(১৪) এক সময় পৌছে যাই পরবর্তি স্টেশনের কাছাকাছি ।

(১৫/১৬) স্টেশনের অভ্যন্তরে ।


(১৭) এক সময় আমরা পৌছে যাই কুমিল্লা ।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং - ৩১ ( রাজাপুর)
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং - ৩৩ ( কুমিল্লা )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

