
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।

(২) সাঙ্গু নদীর এই ছবিটা বান্দরবানের কাইক্ষংঝিরি এলাকা থেকে তোলা ।

(৩) ডালিম ফুলঃ নরসিংদীর শিবপুর থানার জয়নগর গ্রাম থেকে তোলা ছবি ।

(৪) পাটখড়িঃ নিরাপদে রাখার জন্য গাছে ঝুলিয়ে রাখা পাটখড়ি । বাহ্মণবাড়িয়ার বাহাদুর পুর গ্রাম থেকে তোলা ছবি ।

(৫) এবারের বই মেলার সময় জাতীয় তিন নেতার মাঝারের সামনের রাস্তা ।

(৬/৭) পপি ফুল ও ফল, পর্যায়ক্রমে এই গাছ থেকেই হেরোইন উৎপাদন করা হয় । ভুটানের থিম্পু থেকে তোলা ছবি ।


(৮) পাহাড়ের বুকে এই সুন্দর ছো্ট বাড়ির ছবিটাও ভুটানের থিম্পু থেকে তোলা ।

(৯) মুরং, কেওকারাডাং এর উপারের গ্রাম পাসিং পাড়া থেকে তোলা ছবি ।

(১০) চড়ক পুজাঃ ধামরাই থেকে তোলা ছবি ।

(১১) গোলাপী শাপলাঃ এই শাপলা ফুলের ছবিটা সুন্দর বনের হাড়বাড়িয়া থেকে তোলা।

(১২) কালিম পাখিঃ টাঙ্গুয়ার হাওড় থেকে তোলা ছবি ।

(১৩) পোকা শিল্পঃ কাঠ বাদামের পাতায় এমন সুন্দর শিল্প শুধু মাত্র পোঁকাদের দ্বারাই সম্ভব ।

(১৪) পাগলাঃ লেংটা বাবার মাজার থেকে তোলা ছবি ।

(১৫) বিমানঃ ভাববেন এটার ভেতরে আমি আছি, বরঞ্চ এটাই আমার ক্যামেরার ভেতর আছে

(১৬) সাঙ্গুর সাম্পানঃ রুমা ঘাট, বান্দরবান থেকে তোলা ছবি ।

(১৭) ফুল আর পোকাঃ বিরীশিরি, নেত্রকোনা থাকে তোলা ছবি ।

(১৮) নাও, শিশুঃ দশআনি, আড়াই হাজার থেকে তোলা ছবি ।

(১৯) গ্রামের পথঃ নুরালাপুর, নরসিংদী থেকে তোলা ছবি ।

(২০) জাতীয় স্মৃতিসৌধঃ সাভার ।
বনে বাঁদাড়ে.....১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




