
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।
আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।
স্টেশনের অবস্থানঃ গুণবতী স্টেশনটা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় অবস্থিত।

(২/৩) হাসানপুর স্টেশন পেরিয়ে আমরা চট্টগ্রামের দিকে দৃঢ় পায়ে এগিয়ে চললাম ।


( ৪/৫) এলাকাটায় রয়েছে প্রচুর জলাশয়, আর জলাশয়ে ফুটে থাকা ফুলগুলো আপনার মন কাড়বেই।


(৬) কাজ একটাই এমন পথ ধরে শুধুই হেটে চলা..........

(৭) সবুজ মাঠ, সাদা বক।

(৮) একটি প্রজাপতি।

(৯) ঝিলে একটা পানকৌড়ি ডুব সাতার খেলছে, একটি বক তা মনোযোগ দিয়ে দেখছে।

( ১০/১১) গলাটা একটু না ভিজিয়ে আর কতো হাটা যায় বলুন ?


(১২) গলা ভিজিয়ে আবার নব উদ্যমে হাটা শুরু করলাম।

(১৩) প্রাইভেট ট্রেন

(১৪) মাছ ধরারত কিশোরী।

(১৫) জেলে।

(১৬) চাই (মাছ ধরার ফাঁদ )য়ে টোপ দিচ্ছে এক শিশু জেলে।

(১৭) ফুল।

(১৮) দূরে গাছ পালার উপর দিয়ে মাথা তুলে দাড়িয়ে আছে একটা সুউচ্চ মিনার।

(১৯/২০) এক সময় আমরা পৌছে গেলাম পরবর্তী স্টেশন গুণবতীতে।

আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( নাঙ্গল কোট, স্টেশন নং- ৩৯)
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( গুণবতী, স্টেশন নং- ৪১)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


