
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।
আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।
স্টেশনের অবস্থানঃ চট্টগ্রামের শীতাকুন্ড উপজেলার অন্তর্গত একটা স্টেশন।

(২) মির সরাই স্টেশনকে পিছনে আবারো আমরা ছুটে চললাম চট্টগ্রামের দিকে।

(৩/৪) এগুলো কি কোন ফল না ফুলের কলি জানিনা। দেখতে খুবই চমৎকার লাগছিলো ক্লিক মাইরা নিয়া আইলাম


(৫) পাহাড়ের কোল ঘেষে নারকেল সুপোরীর বনের ভেতর চমৎকার একটা বাড়ি, আমার ইচ্ছে আছে জীবনের শেষ সময়গুলো এমন কোন চমৎকার জায়গায় কাটানোর।

(৬) সব কিছুর জোড়া দেখা নাকি ভালো লক্ষণ, জোড়া ঘুঘু দেখে তাই খুশিই হলাম।

(৭) দুই পাশে সবজি বাগান, মাঝখান দিয়া একেবেকে চলে গেছে একটা মেটো পথ, সামনে চমৎকার একটা গ্রামীন বাড়ি, ঠিক আমি যেমনটি চাই।

(৮) চমৎকার এই পাখিটির নাম কসাই পাখি, চেহারার সাথে নামের মিলটা খুব একটা পেলাম না।

(৯/১০) একটা ক্ষুদে সবজি বাজার, আশাপাশের কৃষকরা এখানে সবজি এনে বিক্রি করে।


(১১) খেজুরের রস চুরি করে খাচ্ছিলো তো, তাই ক্যামেরা তাক করতেই ফুরুৎ

(১২) দু'টো কাঠ শালিক, আমের মুকুলে খেলছে আপন মনে।

(১৩) যদি বউ সাজো গো.......আরো সুন্দর

(১৪) কিছুদিন পর এই ডালগুলোতে আগুন লাগবে, মানে শিমুল ফুল গুলো ফুটবে, এখন তো শুধুই কলি।

(১৫) মেটো পথ, কৃষক, গ্রাম, আমার স্বপ্ন।

(১৬) যান্ত্রিক অজগর, কিছুক্ষণ পর পর এগুলো না দেখলে যেনো আমাদের পথ ফুরোতেই চায় না।

(১৭/১৮) মটর লতার সনে, তুমি যাবে ভাই ?


(১৯/২০) চলে এলাম পরবর্তি স্টেশনে, মানে চট্টগ্রামের আরো কাছে।

আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( মির সরাই, স্টেশন নং- ৪৯)
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( বারৈয়া ঢালা, স্টেশন নং- ৫১)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


