
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।
আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।
স্টেশনের অবস্থানঃ শীতাকুন্ড চট্টগ্রাম জেলার একটি উপজেলা সদর।

(২) বার তাকিয়া স্টেশনের পুরোনোএকটা জাম গাছের নীচে আরো পুরোনো একটা চেয়ারে বসে কিছুটা রিলাক্স হয়ে নিলাম

(৩) তারপর আবারো হাটা শুরু করলাম চট্টগ্রামের দিকে।

(৪/৫) ফুল ঝাড়ু, গাছ থেকে ফুল কেটে এনে রেল লাইনে শুকোনো হচ্ছে।


(৬/৭) ফুলের মাঝে খেলারত টিয়ে পাখি।


(৮) কৃষক টমেটু নিয়ে স্থানীয় বাজারে যাচ্ছে।

(৯/১০) স্থানীয় টমেটু বাজার, বাজার থেকে পিকআপ বোজাই করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে টমেটু।


(১১) রেল লাইনের পাশ ঘেষে সারিবদ্ধ সুপারী গাছগুলো দেখতে কিন্তু বেশ।

(১২) শেষ বিকালে সঙ্গীর উদ্দেশ্যে একটি পাখির গান।

(১৩) সঙ্গিনী ও সাড়া দিতে সময় নেয়নি।

(১৪) ছবি তোলা ও হাটা চলছে সমান গতিতেই।

(১৫) গাছ থেকে ঝরছে ফোটা ফোটা মিষ্টি পানীয়, আমার সঙ্গীর সেই পানীয়ে গেলা ভেজানোর চেষ্টা।

(১৬) চমৎকার এই পাখিটার নাম আমি জানি না।

(১৭) সোনালু ফুলেরা এই সময়ে মাত্র ফুটতে শুরু করেছে।

(১৮) চমৎকার একটা কাঠ ঠোকরা পাখি, এই পাখিটা আমি আগে ভুটানে দেখেছিলাম, বাংলাদেশে এই প্রথম দেখলাম।

(১৯) চট্টগ্রাম কিন্তু এখনো বহুদূর।

(২০) খুব দ্রুত গতিতে আমাদেরকে অতিক্রম করে গেল একটা ট্রেন।

(২১) এক সময় আমরা পৌছে গেলাম শীতাকুন্ড স্টেশনে, ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে এসেছে।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( বার তাকিয়া, স্টেশন নং- ৫০)
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( শীতাকুন্ড, স্টেশন নং- ৫২)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


