
গত বছরও বৃক্ষ মেলায় যাই যাই করেও যাওয়া হয়নি। ঢাকার শেরেবাংলা নগরে এবার আগষ্টের ৩১ তারিখ পর্যন্ত মেলা ছিলো। এবারও না যেতে পারার শংকাটা ভালোভাবেই ছিলো, শেষ পর্যন্ত ২৮ আগষ্ট সময় বের করত্যে সক্ষম হয়েছি। মেলায় ঢোকার পর কিছুটা পিছুটান ছিলো, আর ছিলো প্রচন্ড গরম। তাই মেলাতে খুব অল্প সময়ই থেকেছিলাম। সেই অল্প সময়ে প্রচুর ছবি তুলেছি, বিশেষ করে ফুলের ছবি, সেই ছবিগুলো থেকেই কিছু ছবি নিয়ে আজকের বৃক্ষ মেলা পোষ্টটি সাজাইলাম। আশা করছি আপনাদের খারাপ লাগবে না।

(২) ঝুমকোলতা। স্নিগ্ধ রঙ আর সুমিষ্ট সৌরভের জন্য ঝুমকো ফুল সারা পৃথিবীতেই বিখ্যাত। এ ফুল সারা বিশ্বে প্যাসিফ্লোরা নামে পরিচিত হলেও আমাদের দেশে ঝুমকোলতা নামেই বেশী পরিচিত।

(৩/৪) প্রোমিলা ক্যাকটাস বা মিলিফুল।


(৫) মনে হচ্ছে এটা দাঁতরাঙ্গা ফুলেরই বেগুনী সংস্করণ।

(৬) কমলা রঙের ঘন্টা ফুল।

(৭) জার্বেরা।

(৮) দেখতে কাঠ গোলাপের মতো এই ফুলের নামটা জানিনা।

(৯) টবের গাছে ধরে আছে এমন বিশালাকার জাম্বুরাগুলো।

(১০) ক্যালিয়ান্ড্রা। যেসব ফুলের রূপ আছে গন্ধ নেই ক্যালিয়ান্ড্রা সে দলের ফুল।

(১১) কাঁটা মেহেদি ফুল।

(১২) লাল কাঠ গোলাপ।

(১৩) সুরভিত দোলনচাঁপা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামও তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম দোলনচাঁপা রেখে ফুলটির প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন।

(১৩) ট্যাং ফল। এটার রস দিয়ে শরবত বানালে নাকি খেতে ট্যাং এর মতো স্বাদ হয়।

(১৪) এ্যাডেনিয়াম।

(১৫) কমলা রঙ্গন।

(১৬) মাধবী লতা ফুল।

(১৭) কাজি পেয়ারা।

(১৮) তারার মতো ফুটে থাকা এই ফুলটার নাম জানিনা।

(১৯) টবে ধরে রয়েছে প্রচুর মাল্টা।

(২০) সুবাসিত রঙ্গন।

(২১) অর্কিড

(২২) এই আমলকি গাছটাও কিন্তু একটা টবেই রয়েছে।

(২৩) আমাজান লিলি।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




