somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাদাত হোসাইন
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

দৌড়া, বাঘ আইলো!

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
বাংলাদেশ তখনও ওয়ানডে স্ট্যাটাসই পায় নি।

চার বছর পরপর অনিয়মিতভাবে কখনো সখনো এশিয়া কাপ খেলার সুযোগ পায়। যাকে বলে কালেভদ্রে আন্তর্জাতিক ম্যাচ খেলার সবেধন নীলমণি সুযোগ! এছাড়া জাতীয় দল আন্তর্জাতিক না হলেও আন্তর্জাতিক ফ্লেভারের ক্রিকেট বলতে গেলে যা খেলে, তা হোল, এমসিসি (মেরিলিবন ক্রিকেট ক্লাব)'র সাথে কিছু ম্যাচ, কিংবা ভারত-পাকিস্তান-শ্রীলংকার এ দলের সাথে বাংলাদেশের জাতীয় দলের খেলা। সেইসব ম্যাচে বাংলাদেশ গোহারা হারে। তারপরও বুলবুল বা আকরাম যদি ফিফটি মারে, আমরা রেডিওতে শুনে শুনে লাফাই। শান্ত বা মনি উইকেট পেলে কেমন শিরশিরে অনুভূতি হয়। বুকের ভেতর ছলাত ছলাত শব্দ হয়। সেই ছলাত ছলাত শব্দের ভেতর 'ভালবাসি, বাংলাদেশ!'
২.
তখনো টেলিভিশনে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা বলতে গেলে দেখাই যায় না। আমরা তখন ভারত, পাকিস্তান, শ্রীলংকার খেলা দেখে ভাবি, আচ্ছা, বাংলাদেশের খেলা টিভিতে দেখালে রানের স্কোর লেখাটা যেখানে থাকে, সেখানে বাংলাদেশকে সংক্ষেপে কি লেখা হবে? শ্রীলংকাকে লেখে SL, পাকিস্তানকে লেখে PAK, ভারতকে লেখে IND, তাহলে বাংলাদেশের খেলা দেখালে কি লেখা থাকবে? BD? BDESH? BANG? BAN? BDSH? এই চিন্তায় আমরা অস্থির। সেবার এশিয়া কাপের খেলা দেখাচ্ছে টিভিতে। ব্যাট করছে বাংলাদেশ। টিভি স্ক্রিনের উপরের দিকে ডান পাশে মাত্র তিনটি অক্ষর লেখা BAN!! মুহূর্তে ওই তিনটি শব্দ যেন বুকের ভিতর প্রবল শক্তিতে ঢিল ছুড়ল। গোটা বুকের ভেতরটা কেঁপে উঠলো অদ্ভুত উচ্ছ্বাসে। সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'

৩.
ওয়াসিম আকরাম, চামিন্দা ভাস কিংবা জাভাগাল শ্রীনাথরা গুটিগুটি পায়ে দৌড়ে এসে আগুনের গোলা ছুড়ছেন। সেই গোলা সাপের মত হিসহিস করে বেড়িয়ে যাচ্ছে আতাহার আলী, আকরাম, নান্নু, বুলবুলদের গা ঘেঁষে। কখনো আচমকা ছোবল মেরে যাচ্ছে স্ট্যাম্পে, প্যাডে, বুকে, কাঁধে। ঘর্মাক্ত শরীরে জড়সড় সেই ক্রিকেটারদের দেখে আমাদের বুকের ভেতর কেমন কান্না কান্না চলে আসে। পাশের সিটে বসা মকবুল চাচায় হেঁড়ে গলায় আওয়াজ তোলেন, 'কোনোমতে পঞ্চাশ ওভার খেইল্যা আয় ভাই। তাইলেই আমগো জিত! আকরাম, ভাস, শ্রীনাথগো লগে খ্যালতাছি, এইডাইতো অনেক। খালি খামি খাইয়া কিরিজে টিক্যা থাক ভাই। তাইলে আমরা জিতছি!!
সেই টিকে থাকার মন্ত্রেই হয়তো কেউ কেউ ব্যাটের খোঁচায় চার মেরে দেন, পাইলট কেমন কেমন করে দানে বায়ে লাফিয়ে ক্যাচ ধরে ফেলে, পাগলা রফিক দুম করে একটা ছয় মেরে দেয়! আরিহ! ভাসের বলে ছয়! ওয়াসিম আকরামের বলে চাইর! এও কি সম্ভব! আমরা সমুদ্রের ঢেউয়ের মতন গর্জে উঠি। সেই গর্জনের নাম, 'ভালবাসি, বাংলাদেশ!'


আইসিসি ট্রফি, ওয়ানডে স্ট্যাটাস, বিশ্বকাপ কোয়ালিফাইং, কেনিয়া, পাপুয়ানিউগিনি, সংযুক্ত আরব আমিরাত, ফিজি, মালয়েশিয়া এমনকি জিম্বাবুয়ের মতো অধ্যায়গুলোকে ওই আকরাম-বুলবুল-নান্নুরা একে একে চার-ছক্কা মারার মতো করে বাধার সীমানা পার করে আনে। আমরা গগন বিদারী চিৎকারে বাংলাদেশ প্রকম্পিত করি। এই কম্পন জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ'।


এরপর দৃশ্যপট জুড়ে ক্রিকেট, শুধুই ক্রিকেট।
টেস্ট ক্যাপ, দৈত্য বধের গল্প, পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্দিজ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলংকা... দৈত্য বধের গল্প! আসলে গল্প নয়, সত্যি। সেই সত্যি জুড়ে বাংলাদেশ।
আসলে দৃশ্যপট জুড়ে ক্রিকেট, শুধুই ক্রিকেট নয়, সাথে বাংলাদেশ। ক্রিকেট মানেই যে বাংলাদেশ, বাংলাদেশের অন্য নাম যে ক্রিকেট! ক্রিকেট! ক্রিকেট!

এই গল্পের শেষ নেই!
তবুও দৈত্য বধে নিউজিল্যান্ডের নাম নেই! কি করে থাকবে? নিউজিল্যান্ডকেতো সেই কবেই চুনোপুঁটি বানিয়ে ফেলেছি। ওদের কাছে দৈত্য যদি কেউ থেকে থাকে, সেতো বাংলাদেশ! বাংলাদেশ!
না হলে মুশফিক নামের ওই পিচ্চি ছেলেটা কি করে অমন অবলীলায় বলে ফেলে, 'ইয়েহ! ডেফিনিটলি, দ্যা টার্গেট ইজ হোয়াইট ওয়াশ!'

জ্বী, হোয়াইট ওয়াশ! ধবল ধোলাই। যাহাকে আপনি চুনকাম বলিয়াও ভাবিতে পারেন।
তবে উহার আরও একখানা নাম রহিয়াছে, উহার নাম 'বাংলাওয়াশ।'
এই বাংলাওয়াশ জুড়েও ফিসফিস শব্দ, 'ভালোবাসি, বাংলাদেশ!'

পরিশিষ্টঃ
-------------------
কুলীন পৃথিবী কথায় কথায় বলে, আমরা ঠগ, প্রতারক, দরীদ্র, বন্যার্ত, সহিংস, অস্থিতিশীল, অশিক্ষিত। কি ভাবছেন, 'উত্তর নাই?' - উত্তর কিন্তু আছে।
ক্রিকেট জগতের অভিজাত সম্প্রদায় সুযোগ পাইলেই নাক সিটকান?- বেশ, ভালো, আপনের নাক আপনি সিটকাবেনাতো কে সিটকাবে? সিটকান।
টেস্ট স্ট্যাটাস কাড়িয়া লইবার হুমকি দ্যান?- বেশ, ভালো, দ্যান।
না-পাকিস্তানের ইউনিস খানরা, সেই স্ট্যাটাস আফগানিস্তানরে দিবার প্রস্তাব করেন?- বেশ, ভালো, করেন।

ভারত মাতা তাহার ক্রিকেট কুলীনত্ব, বাজার খর্ব হইবার ভয়ে আমাদের এই খর্বকায় মমিনুল-মুশফিক- নাসির হোসেনদের আপনাদের দেশে ব্রাত্য করিয়া রাখিয়াছেন?- বেশ, ভালো, রাখেন।
ওহ, এক্সকিউজ মি, মিস্টার শেহওয়াগের খবর কি? হোয়ার ইজ হি!!

যে যেখানেই থাকেন, টাইগার্স আর রোরিং... দে আর কামিং...

জ্বী, সাবধান, আপনাদের আসিতেছে দুর্দিন

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা,
শুধিতে হইবে ঋণ ...
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোকাকোলা সহ সকল কোমল পানীয় বর্জন করুন। তবে সেটা নিজের স্বাস্থ্যের জন্য, অন্য ব্যবসায়ীর মার্কেটিং কৌশলের শিকার হয়ে না।

লিখেছেন নতুন, ১৫ ই জুন, ২০২৪ বিকাল ৩:৪৬

মার্কেটিং এর ম্যাডাম একবার বলেছিলেন, "No publicity is bad publicity." প্রচারের মূল উদ্দেশ্য হল মানুষের মনে ব্র্যান্ডের নাম ঢুকিয়ে দেওয়া। কিছুদিন পরে মানুষ ভালো কি মন্দ সেটা মনে রাখে না,... ...বাকিটুকু পড়ুন

ওরা আমাদের ঐতিহ্যের পোশাককে নোংরা পোশাক হিসেবে পরিচিত করতে চায়। ওরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে গ্রাস করতে চায়।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৫ ই জুন, ২০২৪ বিকাল ৪:৪০


"লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।"

এক মৌলভী পোস্ট দিয়েছেন
"শাড়িকে একটি নোংরা পোশাক বানিয়ে দিয়েন না।
শরীর... ...বাকিটুকু পড়ুন

সমূদ্র-সৈকতে - ১৬

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৫ ই জুন, ২০২৪ বিকাল ৫:১৯



ছবি তোলার স্থান : মেরিনড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : পহেলা অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ।

বেড়াবার সবচেয়ে আকর্ষণীয় যায়গাগুলির মধ্যে অন্যতম হচ্ছে সমূদ্র সৈকত। কখনো কখনো আমারও সুযোগ হয় বেড়াতে যাবার।... ...বাকিটুকু পড়ুন

সেইন্ট মার্টিন ও কোক ইস্যু

লিখেছেন নিবারণ, ১৫ ই জুন, ২০২৪ রাত ১১:৩৪

বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে চর্চিত বিষয়, কোকের বয়কট ও গত দুই দিন ধরে সেইন্ট মার্টিন মায়ানমার দখল করে নেয়ার খবর।

সোশ্যাল মিডিয়ায় বিশ্রিভাবে ছড়িয়ে পড়েছে, মায়ানমার সেইন্ট মার্টিন দখল... ...বাকিটুকু পড়ুন

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে গান গাইলাম (সাময়িক)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৪ ভোর ৪:০৮

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমি আদর করে 'আই' ডাকি। আইকে দিয়ে অনেক কাজই করাতে হয়। এবারে, আমাদের ৫ ভাইদের নিয়ে একটি গান বুনেছি। আমরা ৫ ভাই অনেক দিন একসাথে হই না। আমি... ...বাকিটুকু পড়ুন

×