বইপাগল আবুল হায়াতের সঙ্গে সব সময়ই বাংলা বাক্য উচ্চারণের বই থাকে। এ সম্পর্কে অনেকটা হতাশার সুরে আবুল হায়াত বলেন,
আজকাল বিভিন্ন সময়ে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে নাটকের ডায়ালগ বলার সময় ভুল উচ্চারণ শুনছি। কখনো কখনো এটি যাচ্ছেতাই হচ্ছে। উচ্চারণের বই ছাড়াও আমি বিভিন্ন দেশি-বিদেশি বই পড়তে চেষ্টা করি। উপন্যাসের দিক থেকে শওকত আলীর লেখা উপন্যাস আমার কাছে অসাধারণ লাগে।
শওকত আলীকে আমার কাছে বাংলাদেশের শ্রেষ্ঠ ঔপন্যাসিক বলে মনে হয়। এছাড়া নিঃসঙ্গ সম্রাট, লুপ্ত নগরী ও সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় বইগুলো আমার কাছে দারুণ লেগেছে।
আমি মনে করি, নাটক, উপন্যাসের দিক থেকে আজ আমরা বেশ সমৃদ্ধ। আজকাল অনেকেই বিদেশি কাহিনী অবলম্বনে নাটক নির্মাণ করছে বা করতে চাচ্ছে। আমি তাদের বলবো বিদেশি ছায়া বাদ দিয়ে দেশি কাহিনী নিয়েই কিছু করতে।
চলবে..
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০৩