ছাদের উপর বইক্যা আছে বইক্যা নাচে তা-ধিন-ধিন
মাঝ রাতে কেঁদে উঠে বইক্যার আছে ছেলে তিন।
এক বলে মাংস খাবে আরেক খাবে শুধুই মাছ
আরেকজনে খালি পেটে কেঁদেকেঁদে দিচ্ছে নাচ।
সকাল হতেই নাইতো ছাদে বইক্যা গেল কই
খুঁজছে মনা এদিক সেদিক ভাবছে আছে ঐ
মা বলেছে যায়না দেখা মৎকে ধরে ঘাড়
একলা একা যাসনে কোথাও দুষ্টুমিটা ছাড়।
ভর দুপুরে বইক্যা ছাদে আবার আসে রাতে
মনা তখন ঘুমিয়ে কাটায় মায়ের আচল সাথে
বইক্যার ভয়ে ঘুমায় মনা জড়িয়ে ধরে মা
মায়ের পরশ থাকলে মনার ভয় থাকে না।
/
বইক্কার ভয়ে ঘুমায় মনা
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:১১