চায়না পারেনা এমন কোন কাজ নাই
স্বস্তায় বানিয়ে দেবে যেমনটা চান
তায় চায়নাকে ভাল লাগে
আপন মনে হয়, বন্ধু মনে হয়
তাকে বলেছিলাম
একটা দেলোয়ার হোসেন সাঈদী চাই
বানাতে পারবে?
সে বলল ব্যাপারই না। এই নাও...
প্যাকেট খুলে দেখি দেলু রাজাকার
মেঘ না চাইতে বৃষ্টি। এমনইতো চাই
বিনিময় নিলনা। বন্ধু বলে কথা
উপহারের বিনিময় মূল্য হয়না
অনেকদিন ধরে গণতন্ত্র চাইছিল আমার কাছে
সেটা দিয়ে দিলাম আর জিজ্ঞাসা করলাম
কী করবে গণতন্ত্র দিয়ে, এটাতো তোমার
কোন কাজেই আসবেনা। সে বলল
গলা টিপে হত্যা করব, ভাল লাগে, মজা পাই।
যা ইচ্ছে করুকগে, উপহহার দেয়া বিষয়
ফিরিয়ে নিতে নেই।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৪৫