
বেগম পাড়ায় বাড়ি হলেই কিচ্ছু চাইনা আর
স্যাংশনটা না খেলেই দারুণ জীবন পার
ধান্দাবাজি যা করেছি হজ্ব গেলেই মাফ
উন্নয়নের তহবিলে কালো টাকা সাফ।
পরম্পরার কোটা আছে নাতি পুতির জন্য
বুঝ ব্যাবস্থায় চলতে পারলে ধন্য জীবন ধন্য
থাকতে ভাল ঝলোমলো স্বপ্ন থাকা চায়
দেশটা আমার সোনার বাংলা স্বপ্ন বেচা যায়।
পিতার স্বপ্ন, স্বামির স্বপ্ন, স্বপ্নের দুই বাজার
ঠিক নিশানায় পৌঁছতে হলে চোরা গলি হাজার
হাওয়া বুঝে পাল উড়িয়ে গোপাল ভরে ভাড়
বেগম পাড়ায় বাড়ি হলেই কিচ্ছু চায়না আর।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




