
আমরা পড়তে চাই
ফিরিয়ে দাও পুস্তক সিলেভাস
তিন তিনবার পরিক্ষা দিতে চাই
জ্যামিতি নয় মার্কস চাই ফুরালে বারোমাস।
প্রধনমন্ত্রী, শিক্ষামন্ত্র্রী শুনতে কি পাও
আমার বাবার চাল আনতে পানতা ফুরায়
প্রতিদিনের শিক্ষা উপকরণ আনতে হবে তাও
বলুন কোথায় টাকার গাছ কুড়াই।
আমারতো নাই স্মার্ট ফোন, এমবি কেনার টাকা
গুগল, ঢিউব ঘেটে গ্রুপ ওয়ার্ক এর কাজ
আমারতো নাই ধনী মামা কাকা
পড়ালেখা বন্ধ হবার উপক্রম আজ।
আমরা পড়তে চাই
ফিরিয়ে দাও পুস্তক সিলেভাস
গরীব বলে পিষে মারতে নাই
প্লিজ করবেননা সেই সর্বনাশ।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




