
যদি হঠাৎ করে নাই হয়ে যায় ভালবাসার পাত্র
ভয় পেয়না সামলে নিও অযাচিত আতঙ্ক
আমারওতো ভয় হয় এসিড পোড়া গাত্র
এক জীবনে মিল কী হয় সব হিসেবের অঙ্ক।
যদি মন বসে যায় অন্য কোথাও অন্য কোন কারন
ভুল বোঝনা ভুল সময়ে ভুলতো হতেই পারে
যুক্তিবিদ্যার ধার ধারেনা মনের ব্যাকরণ
জলের কণায় সূর্য খেলে রংধনু বলে তারে।
কী আনন্দে পথ বেঁকে যায় দিগন্ত রেখায়
সন্ধ্যার পাখিরা জানে সংসার কারে বলে
আর হবেনা ভূমিকম্প হঠাৎ কোথাও দেখায়
মহুয়ার পরশ মেখে বসন্ত যায় চলে।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




