
তরতরিয়ে স্বপ্ন দেখাও তলতলিয়ে যাচ্ছে
দেশটা আমার খুটখুঁটিয়ে ভেঙ্গে কারা খাচ্ছে
আগুণ পোড়া বাস, পিকেটারের লাশ
মরা লাশটা থেতলে আবার ওরা কারা নাচছে?
দিনকি এমন যাবে লুটেপুটে খাবে
হামলা মামলায় চোখ রাঙ্গিয়ে জুলুম করে যাবে
চোখটা মেলে দেখো অতীত থেকে শেখো
পাচ্ছনাকী টের প্রতিবাদের জের, হাওয়া বদলে যাচ্ছে।
ঘরছাড়া ফের দামাল ছেলে ফিরছে আবার ঘরে
আর কতকাল পিঠ বাঁচিয়ে থাকবে ভয়ে ডরে
লড়বে আবার লড়বে দেশটা আবার গড়বে
মুটে- মজুর সঙ্গে নিয়ে বিদ্রোহের গান গাচ্ছে।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




