
লক্ষ্য মোদের ভাড় হওয়া নাইতো কোন ছাড়
সবার ঘাড়ে সিল মারা চাই 'নাই তুলনা তার'
ভাড়ের মা সিংহাসনে দেখছে বসে সব
চারদিকে তার ভাড়ের রাজ্য করছে কলরব।
ভাড়ের রাজ্যে ষাড়গুলো সব লাঙ্গল জোয়াল টানে
ডিসি, ভিসি মাসি-পিসি মুখর ভাড়ের গানে
বাকশো ভরা ভাড়ের দল সকাল সন্ধ্যা রাতে
টকশো, নিউজ নানান নামে একই মাত মাতে।
খোকা ঘুমালো পাড়া জুড়ালো ভাড় ভরিল দেশে
সাত সকালে ফের ঘুমায় সে আবার মুতে এসে।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




