আমি জব করি, এবং কাজের ফাঁকে ব্লগে সময় দিই, যতক্ষণ অপিষে থাকি ততক্ষণ ব্লগ ওপেন থাকে, অপিষ শেষ ব্লগও শেষ। তায় শুক্রবারে ব্লগে সময় দেয়া হয়না। দীর্ঘ এগার বছর আমি সবসময় ব্লগে চলমান ছিলামনা, জব নড়বড়ে হলে আমি ব্লগে ছিলামনা, তখন আমি ছিলাম কাতার, কাতার পাঠ চুকিয়ে দেশে গিয়ে ছয়মাস পর আবার সওদি আরব আসলাম, এই সময়টাতে আমার জব ছিলনা, তায় ব্লগিং করা হয়নি, সওদি আরবেও চাকরীর টানাপোড়ন গেছে তখনও ব্লগে ছিলামনা। এখন থিতু হলাম একটু তায় আবার ব্লগে সময় দিই যতটুকুন পারি।
দীর্ঘ এই ব্লগ জীবনে আমার নিজেকে ছাড়া ব্লগের কারো সাথে আমার সখ্যতা হয়নি, কারন আমি কারো সাথে মিশতে পারিনা, আবার সময়ও পাইনা, তায় বিক্ষিপ্ন ব্লগিং করা হয়েছে, কাউনে না চেনার ফলে মন্তব্য প্রতিমন্তব্যে মাঝেমাঝে চিন্তায় পড়ে যাই ভাই লিখব নাকি বোন লিখব। ছড়া এবং রাজনৈতিক ছড়া ছাড়া তেমন আর কিছু লেখা হয়না, মাঝে কিছু গল্প চেষ্টা করেছি, অণুগল্পে আমার খুব আগ্রহ ছিল।
ব্লগে আমার কেউ পরিচিত না থাকলেও ব্লগটা আমার খুব আপন। লিখতে ভাল লাগে, পড়তে ভাল লাগে, আর আমার বাংলা লেখার বোর্ড হল এই ব্লগ, ফেইসবুকে কিছু লিখতে হলে আমি ব্লগে ড্রাফ্ট করে কপি পেষ্ট করি, তায় সবসময় আমি ব্লগটা খোলা রাখি।
আরেকটা ব্যাপার শেয়ার করতেই হয়, যেটা হল যখন গ্যাপ দিয়ে ব্লগ ছাড়ি পাসওয়ার্ড ভুলে যাই, এ পর্যন্ত বেশ কবার পাসওয়ার্ড এর ব্যাপারে ব্লগে মেইল করেছি এবং প্রত্যেকবার সাড়া পেয়েছি তায় আন্তরিক ধন্যবাদ জানাতেই হয়।
দীর্ঘজীবি হোক সামু ব্লগ
এই কামনায় এবং সবাই সালাম ও শুভেচ্ছা।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫