হিন্দু আমার ভাই, হিন্দু আমার প্রতিবেশী। আমার প্রতিবেশীর সাথে আমাদের কোন ঝামেলা নাই, ৩৬শেও হয়নি। আমরা একসাথে রাস্তায় দাঁড়িয়ে বিজয় মিছিল দেখেছি, কেউ তাদের দিকে তাকায়নি, সবাই ঘটনা পর্যবেক্ষণ করছিল। হিন্দু পাড়ার সামনেই লীগ এর একটা অপিষ জ্বালিয়ে দিয়েছে কিন্তু সেই আগুণ হিন্দু পাড়ায় আচ লাগেনি। কেউ ভাবেওনি হিন্দু পাড়ায় গিয়ে ঝামেলা করতে হবে।
ছোট বেলা থেকে হিন্দু শুনে আসছি, কিন্তু এখন সনাতন শুনে একটু গুলিয়ে ফেলছি, কে হিন্দু আর কে সনাতন? তারপর আরেক মাত্রা যোগ হল ইসকন। এখন কে হিন্দু, কে সনাতন আর কে ইসকন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



