তোমাকে দেখার নেশা পেয়ে বসেছে —
সকাল-সন্ধে, দুপুর-বিকেল, রাত-দিন, নিদ্রা-জাগরণ,
শুধু তোমার মুখচ্ছবি অন্ধ করে রেখেছে আমায়।
তোমার অবিশ্বাস ভেঙে চুরমার করেছে আমার আকাঙ্ক্ষা,
তোমার কাছে ওসব—
“ঘোর কেটে গেলে কবিতার কিছু শব্দমালা।”
সংসারের ধর্মে চিন্তার পরকীয়া হয় না—
তাই কবিতা লেখা বারণ।
কবিতা লেখা বারণ।
কবিতা লেখা বারণ।
কিন্তু কবিতা ছাড়া,
তোমাকে দেখার আর কোনো উপায়
জানি না আমি।
আমার চোখ তুলে নাও,
চোখ তুলে নাও।
অন্ধ চোখে তোমাকে ভালো দেখা যায়,
আমি তোমাকে দেখে দেখে
জীবন কাটিয়ে দিতে চাই।
তোমাকে দেখার নেশা পেয়ে বসেছে...
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


