
সদ্য শিশু জন্ম নিয়ে সদ্য খুলেছে আঁখি,
মা বলে, কথা দাও বাছা—হাদি হবে নাকি?
শিশুর মুখে কান্নার রোল, হাদি হবার দায়,
বাবা বলে, এই তো হাদি—বুকে আয়, বুকে আয়।
ঘরে ঘরে আজ হাদির বীজ, ইনকিলাবের সুর,
এই দেশ হবে ইনসাফের দেশ—নয় তো বেশি দূর।
হাত নাড়িয়ে কোলের শিশু মাকে দিল সায়,
বাবা বলে, এই তো হাদি—বুকে আয়, বুকে আয়।
পথ হারিয়ে ঘুরছে যারা, ছুটছে দিকবিদিক,
হাদি দেখায় চেনা সে পথ—এই দিক, এই দিক।
মা ছাড়ে হাত, এগোয় শিশু গুটিগুটি পায়,
বাবা বলে, সাব্বাস হাদি—বুকে আয়, বুকে আয়।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



