আজকে দুপুরে হঠ্যাৎ করেই পায়ের কাল্ফ মাসল ক্রামপিং করে বসে সহজ বাংলায় যাকে পায়ের রগে টান পড়া বলে। তখন একটা কথা মনে পড়লো ২০০৭ এর বিদায়ি শীতের কোন এক সকালের কথা , সাদা শার্ট ব্লাক প্যান্ট লেদার শু (কলেজ ড্রেস) পইরা হাইটা কলেজমুখি যাইতেছি ৩ জন । এমন টাইম হঠ্যাৎ আমার পায়ের কাল্ফ মাসল ক্রামপিং কইরা বসলো (আগেই বলি আমি এইটার রেগুলার ভিকটিম
আজকে দুপুরে যখন একই অবস্থা হইলো তখন মনে হইলো শালার লাইফ কি ছিলাম আর কি আছি এখন। বন্ধুটার কথা মনে পড়লো সবাই ব্যস্ত এখন আমি বসুন্ধরায় সে বনানী । মিস করি পুরানা দিন গুলা তোরে মিস করি দোস্ত।
আর হা কলেজে কেউ আমার প্রেজেন্ট দিয়া ৬০ টাকা বাচায়ে দিছিলো
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১২ রাত ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


