
এইযে শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি-
ভালবাসি!
সকালে-বিকালে বলবো-
ভালবাসি!
ক্লান্ত দুপুরে বলবো-
ভালবাসি!
কর্মব্যস্ততার মাঝে বলবো-
ভালবাসি!
সময়- অসময়ে বলবো-
ভালবাসি!
যখন উদাস মনে দীর্ঘশ্বাস ফেলবে তখন বলবো-
ভালবাসি!
যখন ওই আড্ডা- গানে ব্যস্ত থাকবে তখন বলবো-
ভালবাসি!
প্রচণ্ড অবহেলার মুহুর্তে বলবো-
ভালবাসি!
ওই আবেগহীন চোখের দিকে তাকিয়ে বলবো-
ভালবাসি!
সবকিছু উপেক্ষা করে বলবো-
ভালবাসি!
আমার জীবন সায়াহ্নে এসেও বলবো-
ভালবাসি!
জন্ম-জন্মান্তর বলবো-
শুধু তোমায় ভালবাসি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


