কদমফুল আমার তেমন প্রিয় নয়
হাত নেই, পা নেই, কেমন ফুল
ফলের মতন থোকায় থোকায় ঝুলছে...
তবু, তোমার প্রিয় তো, তাহলে,
আমরা একটা কদমগাছ লাগাবো।
প্রতিবেশীরা সালিশ করবে? করুক,
পুলিশের কাছে নালিশ করবে? করুক!
তবু আমরা একটা কদমগাছ লাগাবো
তিনতলার বারান্দা সমান উঁচু,
আমাদের আকাশ সমান ছড়ানো।
বাস্তবে নয়? আচ্ছা, তবে কল্পনায় লাগাবো!
গাছ আমরা লাগাবোই ঠিক!
আমাদের থাকা-না থাকা জীবনে
তবে তোমাকে আর একা থাকতে হবেনা ...
ঝুম বৃষ্টিতে ঘুম ভাঙলে হঠাৎ
জেনো তুমি ঘরেই আছো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




