একদিন ত্রিরত্ম গেল সংসদ ভবনে। এখানে নাকি যন্ত্র নিয়ে যাওয়া যায়, গোলাগুলিও করা যায়।বহুত চমৎকার জায়গা।
কিন্তু খুব দুঃখের ব্যাপার হচ্ছে, ওখানে এই ত্রিরত্মের গোলাগুলি করার সুযোগ মিলল না।
এরপর এরা গেল সোনারগা হোটেলে, এদের দাবী মোতাবেক। ওখানে এই তিন যন্ত্রবাজের সংলাপ ছিল এই রকম-
প্রথম যন্ত্রবাজ: কি বে, তুই কি যন্ত্র নিয়ে সোনারগায়ে আসছস? সোনারগা হোটেল দেখে প্যান্ট নস্ট করে পয়মাল করে ফেললি, হালা কামডা ঠিক করলি না।
দ্বিতীয়: না বে, আমার তো যন্ত্র আছে গুলি নাই। গুলি বের হয় না। যন্ত্রের অবস্তা ভাল না, মাঝে মাঝে বসের টার্গেটে গুলি করতে কৌশিশ করি ।
তৃতীয়: আবে, আমার যন্ত্রে গুলি বেশি, মাগার লোক কম। কারে যে মারুম, মাথা ঠিক নাই, অন্যমনস্ক না থাকলে সবার খবর হয়া যাইত। জানিস, আমার যন্ত্রটা না প্লেনের চাকার সাথে একবার আটকায়া গেছিল? পরে টান দিয়ে খুলতে গিয়ে প্লেনের চাকা খুলে এসেছিল।
[বি দ্র: এই তিন যন্ত্রবাজ হুমকি দিয়ে রেখেছেন, এখানে অন্য কারও প্রবেশ নিষেধ, প্রবেশ করলেই গুলি করে মেরে ফেলা হবে।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



