জানতাম আমি তোমার প্রেমে পড়িনি
স্মৃতিতে আমি তোমাকে খুঁজব ভাবিনি
জানতাম আমি তোমাকে নিয়ে নির্লিপ্ত
প্রতীকি নামে স্মরণ করিনি আয়ত্ত;
বস্তুগত প্রেমে ব্যাস্ততার আকাঙ্খায়
স্বনামী মন শরীরের অধ্যবসায়,
অল্প স্বল্প অতিরিক্ত আয়োজনে বসি
সংস্কারে মানুষ হয়ে উঠে শণীষী
চিন্তার পরিসরে চলছে সংস্কার
ব্যক্তিগত প্রয়োজন দিচ্ছে তিরস্কার
অতি সংস্কারে ভুলেছি তোমার মুখ,
নির্লিপ্ত নই, অতি সংস্কারে বিমূখ;
আজ তোমাতে হতে চাই প্রত্যক্ষ জ্ঞানী
তোমাকে নিয়ে ভাবব কখনো ভাবিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

