Cypriniiformes বর্গের Cyprinidae গোত্রের স্থানিয় ছোট মাছ Amblypharyngodon mola। এদের দেহ প্রয় ১০ সেমি লম্বা , গড়পড়তা ওজন ৫ গ্রাম, সুস্পষ্ট কিনারা সহ দেহের রং রুপালি সাদা। পৃষ্ট ও পায়ু পাখনা কালচে। মোটামুটি দুপাস থেকে চ্যপ্টা ও লম্বাটে শরীর অসংখ্য সাইক্লয়েড আসে ঢাকা। লেজ গভীর ভাবে দ্বিধাবিভক্ত। মাছটি ভিটামিন এ ও ক্যলসিয়াম সমৃদ্ধ। জরাশয়ের উপরিভাগের নানা ধরনের খাদ্য এরা খায়। মলামাছ ০.২ একরের কম পুকুর, ডোবা ও গর্তে চাষ করা যায়।
এড্যা তো গ্যালো আমাহারে বাংলা এনসাইক্লোপিডিয়ার কথা , কিন্তু হ্যরে ভাই দ্যাশে তো আমরা ডোবা, গর্ত, পুকুর যেভাবে ভরাট কোরাছি আর যেভাবে দ্যাশের নদী-নালা ভরাট কোরতে শুরু কোরাছি তাথে তো মলা মাছ খাওয়ার স্বাদ কবে যে মিট্যা গেলছে তার কুনু ইয়াদ নাই। কেউ কি কুনু দিন ভাবতে পারাছিল এই মাছটার দাম আজক্যার বাজারে ২০০/৩০০ টাকা কেজি............. আরও যে কত কিছুর দাম বাড়বে রে ভাই এ ভাবে............ আল্লাহ্ এই দ্যাশের গরিব মানুষের কি হবে ....... তারা তো অর্থনীতি, রাজনীতির মারপ্যাচ , দলাদলি, কে রাজাকার, কে জাতির জনক, কে শহীদ জিয়া, কে কার বিচার কোরবে, কার বিচার হবে কার বিচার হবে না, কেডা যুদ্ধাপরাধি, কেডা না, এগলা কিছুই বুঝে না, অরা উন্নয়নের জুয়ার কি সেড্যাও কিছু বুঝে না, অরা শুধু বুঝে প্যটের ভাত কি ভাবে জুটবে আ্যজ, ক্যাল , তার পরের দিন , তার পরের দিন........ এড্যাই হোল্যো এ দ্যশের কোটি কোটি খাট্যা খাওয়া মানুষের প্রতি দিনের ইতিহাস। অহরে আমাহারে মতন শি্ক্ষ্যিত লোকের মতোন এয়ার কন্ডিশনে বোস্যা বড় বড় বুলি ঝাড়ে না, দ্যাশের ইতিহাস কে বদল্যালো ,কে আর কি কোরলো এড্যা তাহারে মাথা ব্যাথা না, অরহে শুধু প্যাটে ব্যথা , প্যাট শান্তি তো অরহে দুনিয়া শান্তি................
আ্যসেন না ভাই অরহে লাগ্যা একটু চিন্তা করি, কিছু একটা করি যাথে অরহে দুবেল্যা দুট্যা ভাতের ব্যবস্থা হয়...... কি হবে বুলেন তো এসব তর্কবাজি কোরে.....১৮০০ কিলোক্যালোরি নিচে খাবার পাওয়া এই সমস্ত লোকহেরে অবস্থা যদি আমরা না বদলাত্যে পারি তাহিলে এসব তর্কবাজি কোরে কুনু লাভ হবে না দ্যাশের অর্থনীতির পাতলা পায়খানা শুরু হবে । দ্যাশের অই সব লোকের অবস্থা যখুন ভালো হবে তখুনই এই দ্যাশের অর্থনীতির পাতলা পায়খানা ভালো হবে। আর সেদিন তখনই আ্যসবে যেদিন আপনারা আমরা এ সব আ্যজাড়্যা (এই মুহুর্তে) তর্কবাজি বন্ধ কোরা দ্যাশের লাগ্যা কিছু কোরবো। চলেন না শুরু করি..........................
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




