বি. এন. পি.-র কেউ প্রতিবাদ করছেন না কেন ! ! ! ! !
আপনাদের নেত্রীকে কৌশলে "মুক্তিযোদ্ধা বিরোধী" আখ্যা দিয়ে বসেছেন প্রধানমন্ত্রীর জনৈক উপদেষ্টা। অনেকটা চ্যালেন্জের সুরেই !
ফেসবুক, পত্রিকা, ব্লগ ইত্যাদি গনমাধ্যমগুলোতে বিষয়টি নিয়ে হাজারো সমালোচনা কি আপনাদের চোখে পড়ছে না ? বেগম জিয়া মুক্তিযোদ্ধাদের গণহ্ত্যাকারী বলে যে বক্তব্য দিয়েছেন এটি যদি মিথ্যা হয় তবে সামুতে বি. এন. পি. পন্থী ব্লগাররা চুপ কেন ? ফেসবুকেরও তারা কেন চুপচাপ !
বি এন পি বর্তমান বিরোধী দল। সংসদীয় গনতন্ত্রে বিরোধী দল গুরুত্বপূর্ণ। বি এন পি জামাতের সাথে রাজনৈতিক জোট করেছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু স্বাধীনতাপন্থী এ দলটি যেন জামাতের অঙ্গ কিংবা তাদের পেইড এজেন্ট হিসেবে প্রমানিত না হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসারিরা যেন স্বাধীনতা বিরোধী আখ্যায়িত না হন ভবিষ্যত প্রজন্মের কাছে।
কেউ-ই কি নেই বিষয়টি নিয়ে প্রতিবাদ করে সত্য উদঘাটন করে, বি. এন. পি. প্রধান কে দায়মুক্ত করেন !!!
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



