আমিঃ দোস্ত, কেমন আছিস?
বন্ধুঃ দোস্ত...কি খবর?
আমিঃ এইতো চলে যাচ্ছে। নানান কাজে ব্যস্ততায় টাইম পাস করি।
বন্ধুঃ হুম, তুই তো আমাদের ভুলেই গেছিস। একেবারে খোজখবর নিস না। কিভাবে পারলি দোস্ত? আমাদের এইভাবে কিভাবে ভুলে গেলি?
(কথাটা শুনেই মেজাজটা চরমে উঠে গেল)
আমিঃ শোন, ইনবক্সে তোকে আমি নক করছি, কল দিলে আমিই দেই। তুই দিস না, আর আমি জানি বিদেশে কল দেয়া অনেক ব্যয় বহুল। তাই তোদের কাছে থেকে কল ও আশা করিনা। কিন্তু এক মিসড কল বা মেসেজ তো দিতে পারিস। সেটা ও না পারলে ফেবুতে ইনবক্সে তো নক দিতে পারিস। আমার নক দেয়াতে রেস্পন্স করবি আবার আমাকেই বলবি আমি তোদের ভুলে গেছি। ফাপরবাজি কম করে কর।
দোস্তঃ না মানে, দোস্ত শোন। আসলে হয়েছে কি অফিসে এত ব্যস্ততা, সময় ই পাইনা। তাছাড়া সংসার বাচ্চা-কাচ্চা সব কিছুর পরে আসলে সময় বের করা কঠিন। কিন্তু তোর কথা সবসময় মনে পড়ে। ভার্সিটি লাইফে আমাদের দিনগুলো অনেক সুন্দর ছিলো।
আমিঃ তুই কি সপ্তাহে ৭ দিন ই অফিস করিস? তাও ২৪ ঘন্টা। একটা মিসড কল দিতে ১ ঘন্টা লাগেনা, আর ফেবুতে তো ঠিক ই আপডেট দেখি। প্রোপিক চেঞ্জ হয়, পোস্ট হয়। তার মানে ফেবুতে বসিস। তাহলে ফেবুতে তো একটা মেসেজ দেয়া যায়। কল দেবার দরকার হলে আমি ই কল দিবো। লেম এক্সকিউজ দিবিনা।
(দোস্ত অফলাইন)
(এই কথা গুলো কল করে বললে শেষ পর্যায়ে হয়তো বলতো দোস্ত, এখন রাখি রে, বাচ্চা কাদছে। ভালো থাকিস।)
উপরের কথোপকথন সম্পূর্ণই কাল্পনিক। তবে ফোনে বা চ্যাটে এই টাইপের কথা যে কোন সময় হতে পারে। আমি যথেষ্টই ফেড আপ। চোখের আড়াল হলেই মনের আড়াল হয়, এই কথাটা সেভাবে বিশ্বাস করিনি। এখন করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


