
রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সিটি করপোরেশন কর্তৃপক্ষ নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য এক ধরনের মিনি ডাস্টবিন/গার্বেজ সেট করেছে। এটি একটি সুন্দর মানসিকতা প্রসূত কাজ। দেখে খুব ভালই লাগল। এত ডাস্টবিন থাকা সত্ত্বেও মানুষ নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে না।
তাছাড়া যারা পথে ঘাটে এটা সেটা ফেলার অভ্যাস তাদের জন্যই এই মিনি ডাস্টবিনের ব্যবস্থা। আপনি ফুটপাত থেকে একটা কলা কিনে খেলেন, খাওয়ার পর খোসাটি কী করবেন। এজন্য আপনার আশেপাশে রয়েছে অসংখ্য মিনি ডাস্টবিন। কিন্তু এখন হরহামেশাই দেখা যাচ্ছে যে, মানুষ এখনও আগের মতই Behave করছে। সেই দেখা যাচ্ছে ডাস্টবিনের আশেপাশে, চিপায়-চাপায় ময়লা ফেলছে; তবুও ডাস্টবিনে ফেলছে না, ডাস্টবিন নিয়মিন খালি।
হ্যা কিছু কিছু মানুষের যখন মনে হয় যে, সুন্দর নগরায়নের জন্য আমাদের কাজ করা উচিত। তারা হয়ত দু’একজনে ময়লা ফেলবে। এক সময় দেখা যাবে ময়লায় ডাস্টবিন ভরে যাবে। তখন ডাস্টবিন পরিষ্কার করার লোক পাওয়া যাবে না।
আসলে বিভিন্ন সময় বিভিন্ন মানসিকতা সম্পন্ন কর্তৃপক্ষ কর্তৃক অনেক ভাল ভাল উদ্যোগ নিতে দেখা যায়। সরকার কর্তৃক এসমস্ত উদ্যোগকে সাধুবাদ জানাতে হয়। কিন্তু দেখা যায় কী- এসমস্ত কাজের পরে আর কোন তদারকি করা হয় না বিধায় সুন্দর নগরায়ন অসম্ভব হয়ে দাঁড়ায়।
এ কারণে আমরা জনগণও সরকারের সহযোগীতায় এগিয়ে যাই না। উদ্যোগ নেয়া দরকার এমনভাবে যাতে করে সকলের সহযোগিতায় কাজটি সুন্দর হয়। কিন্তু কী করার এ জাতির ভাগ্যে শান্তি নেই। এ জাতির নি:শেষ অশান্তিতেই হবে।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




