দেশসেরা এ্যাথলেট ও সাফ গেমস্ েদেশের পক্ষে ৪০০ মিটার দৌড়ে ও রিলেতে রৌপ্যজয়ী দেশের দ্রুততম মানবী নাজমুন নাহার বিউটি ও ১১০ মিটার হার্ডলসে রৌপ্যজয়ী সুমিতা রাণীদের নোয়াখালী স্টেডিয়ামে
ঢুকতে না দেয়ার ঘোষণা দিয়েছেন নোয়াখালী জেরা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম্ ।
মঙ্গলবার সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার জরুরী সভায় ডিসি এ ঘোষণা দেন।
জেলা ক্রীড়া সংস্থার সভায় উপস্থিত বেশ কয়জন সদস্য সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১০টায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক তারঁ সম্মেলন কক্ষে মিটিংএর শুরুতেই খুুব উত্তেজিত অবস্থায় গতকাল মঙ্গলবারের বিভিন্ন সংবাদ মাধ্যমে ও পত্রিকার সংবাদের কঠোর সমালোচনা শুরু করেন। সাংবাদিকরা না জেনে নিউজ করেন, বাড়াবাড়ি করেন। আমি এই চেয়ারে ( জেলা প্রশাসক) থাকার জন্য কারো ধর্ণা দেইনা ,কারো ধার ধারিনা।
সোমবার দেশের কৃতী খেলোয়াড়দের স্টেডিয়ামে বাণিজ্য মেলা বিরোধী মানববন্ধন এর ব্যাপারে কঠোর সমালোচনা করে ডিসি বরেন বলেন ,এরা কে ? এদের ইন্ধনদাতাদের খুজেঁ বের করে ব্যবস্থা নেয়া হবে। সভায় টেবিল চাপড়িয়ে হুমকি দিযে তিনি বলেন নোয়াখালী স্টেডিয়ামে খেলোয়াড়রা প্র্যাকটিস করতে ঢুকলে গ্রেফতার করা হবে। স্টেডিয়াম হচ্ছে খেলার জায়গা প্র্যাকটিস করার জায়গা নয়, প্র্যাকটিস্ করলে মাঠ নষ্ট হয়ে যায়, ওরা যে আমার অনুমতি ছাড়া গত সাত মাস প্র্যাকটিস করছে এটা অবৈধ বরং এর জন্য শাস্তি পাওয়া উচিত।
নোয়াখালীর জেলা প্রশাসক সিরাজুল ইসলাম আরো বলেন, ‘জাল যার ,জলাশয় তার ’ এ নীতি খেলোয়াড়দের জন্য প্রযোজ্য নয় ; খেলোয়াড়দের জন্য খেলার মাঠ হলে আমি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে পিতা । পিতার অনুমতি ছাড়া মাঠে ঢুকলেই এ্যারেস্ট করবো, প্রয়োজনে কঠোর শাস্তি দেয়া হবে।
দেশসেরা এ্যাথলেট ও সাফ গেমস্ েদেশের পক্ষে ৪০০ মিটার দৌড়ে ও রিলেতে রৌপ্যজয়ী নাজমুন নাহার বিউটি ও ১১০ মিটার হার্ডলসে রৌপ্যজয়ী সুমিতা রাণীদের নাম উল্লেখ করে টেবিলে চাপড় মেরে বলেন এদের নোয়াখালী স্টেডিয়ামে ঢুকতে দেয়া হবেনা, প্র্যাকটিস করতে হলে এরা ঢাকা গিয়ে করুক । এ বছরতো এরা নোয়াখালীর পক্ষে খেলেনি, বিজেএমসি না কার পক্ষে খেলেছে সেখানে গিয়ে অনুশীলন করুক।
উপস্থিত সদস্যরা সাংবাদিকরা বলেন অফিস খোলার দিনে একটি মাত্র ইস্যুতে অর্থ্যাৎ বাণিজ্যমেলার অনুমোদনের জন্য অনুষ্ঠিত জরুরী সভায় ২৭ সদস্যের মাত্র ১৩ জন উপস্থিত ছিলেন ।তিনি বারবার বরেন আমি খুব ব্যস্ত স্বল্প সময়ে মিটিং শেষ করে দেব। সভার শুরু হতেই তিনি নিজেই মেলার আয়োজকের ভূমিকায় অবর্তীণ হয়ে সদস্যদের উপর মানসিক চাপ সৃষ্টি করে স্টেডিয়ামে মেলার আয়োজনের অনুমতির সিদ্ধান্তের জন্য বারবার বলতে থাকেন। কয়েকজন সদস্য বিরোধীতা করলেও শেষ পর্যন্ত মেলার অনুমতি দানে ডিসির সিদ্ধান্ত বহাল থাকে।
নাজমুন নাহার বিউটি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন ‘সোমবার রাত সাড়ে ৯টায় ডিসি সিরাজুল ইসলাম মোবাইল ফোনে হুমকি দিয়ে ‘বলেন কেন মানবন্ধন করা হয়েছে, সাংবাদিকদের সাথে কেন কথা বলেছি ? ৩ দিনের মধ্যে আমাদের স্যার ও কোচ রফিক উল্যা আক্তার মিলনের চাকুরী খেয়ে ফেলবেন, প্রধান মন্ত্রীর দপ্তর থেকে দু:স্থ ও কৃতী খেলোয়াড় হিসেবে আমার ও জেসমিনের জন্য বরাদ্দকৃত সামান্য জমিটুকু দিবেন না ,প্রয়োজনে তিনি আরো কঠোর হবেন ।পত্রিকার সকল নিউজ বন্ধ করতে হবে। না হলে নোয়াখালীর কোন মাঠে ঢুকতে দেয়া হবেনা ।’
আন্দোলনরত খেলোয়াড়রা সাংবাদিকদের বলেন, ডিসি নিজেকে পিতা দাবী করেছেন এটা হাস্যকর । যিনি জন্ম দেন তিনি পিতা, ডিসি অভিভাবক হতে পারেন ; তবে যিনি অন্যায়ের প্রতিবাদ করলে ও মাঠে খেলতে চাইলে গ্রেফতারের হুমকি দেন তিনি অত্যাচারী । তবে তিনি নাকি প্রতি সন্ধ্যায় নোয়াখালী ক্লাবে জুয়া খেলেন ,তিনি যে মাঠে মেলার নামে জুয়ার আসর বসাবেন এটাই স্বাভাবিক।
জরুরী সভায় সভাপতি সিরাজুল ইসলামের উপস্থিতিতে সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি হাসিনা বেগম,সাধারণ সম্পাদক সামছুল হাসান মিরন, সহ-সম্পাদক রফিক উল্যা আক্তার মিলন, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, সদস্য ইকবাল হোসেন, নিজাম উদ্দিন পিন্টু, নাছিম উদ্দিন খানঁ,জহির উদ্দিন কিছমত,আনোয়ার হোসেন পাটোয়ারী, কবির হোসেন, শামসুনন্হার বেগম, ও জেরা ক্রীড়া অফিসার উপস্থিত ছিলেন । তবে অনুপস্থিত অনেক সদস্য অভিযোগ করেন জরুরী সভায় যেন উপস্থিত হয়ে বিরোধীতা করতে না পারেন সে জন্যই অফিস খোলার সময় মঙ্গলবার সকাল ১০টায় মিটিং করেছেন । সাধারণত জেলা ক্রীড়া সংস্থার মিটিং সমূহ বিকেল বেলায় অনুষ্ঠিত হয়।
দেশের দ্রুততম মানবী নাজমুন নাহার বিউটিকে মাঠে ঢুকতে দেয়া হবেনা সাংবাদিকরা না জেনে নিউজ করেন, বাড়াবাড়ি করেন। -নোয়াখালীর ডিসি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ছি , অবৈধ দখলদার॥ আজকের প্রতিটি অন্যায়ের বিচার হবে একদিন।

ধিক ‼️বর্তমান অবৈধভাবে দখলদার বর্তমান নরাধমদের। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে । বীর মুক্তিযোদ্ধাদের ক্ষমা চাইতে হলো ! রাজাকার তাজুলের অবৈধ আদালতে। এর চাইতে অবমাননা আর কিছুই হোতে পারেনা।... ...বাকিটুকু পড়ুন
আম্লিগকে স্থায়ীভাবে নিষিদ্ধে আর কোন বাধা নেই

মঈন উদ্দিন ফখর উদ্দিনের ওয়ান-ইলেভেনে সরকারের ২০০৮ সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় বসে। এরপরই পরিকল্পিত উপায়ে মাত্র দুই মাসের মধ্যে দেশপ্রেমিক সেনা অফিসারদের পর্যায়ক্রমে বিডিআরে পদায়ন... ...বাকিটুকু পড়ুন
মিশন: কাঁসার থালা–বাটি
বড় ভাই–ভাবীর ম্যারেজ ডে। কিছু একটা উপহার দেওয়া দরকার। কিন্তু সমস্যা হলো—ভাই আমার পোশাক–আশাক বা লাইফস্টাইল নিয়ে খুবই উদাসীন। এসব কিনে দেওয়া মানে পুরো টাকা জ্বলে ঠালা! আগের দেওয়া অনেক... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করা যেতে পারে ।

বাংলাদেশে আসলে দুইটা পক্ষের লোকজনই মূলত রাজনীতিটা নিয়ন্ত্রণ করে। একটা হলো স্বাধীনতার পক্ষের শক্তি এবং অন্যটি হলো স্বাধীনতার বিপক্ষ শক্তি। এর মাঝে আধা পক্ষ-বিপক্ষ শক্তি হিসেবে একটা রাজনৈতিক দল... ...বাকিটুকু পড়ুন
J K and Our liberation war১৯৭১


জ্যাঁ ক্যুয়ে ছিলেন একজন ফরাসি মানবতাবাদী যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান হাইজ্যাক করেছিলেন। তিনি ৩ ডিসেম্বর, ১৯৭১ তারিখে প্যারিসের অরলি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।