এই ফুল গাঢ় লাল- সুন্দর
এই ফুল হালকা লাল- সুন্দর!
এই ফুলের সুবাসে- মুগ্ধ
এই ফুলের সুরভিতে- দগ্ধ!
এই ফুল গাঢ় হলুদ- সুন্দর
এই ফুল হালকা হলুদ- সুন্দর!
এই ফুলের সৌরভে- বিমোহিত
এই ফুলের গন্ধে- অবনত!
এই ফুল দেখতে চমৎকার
চাওয়া- হৃদয়ে খুব দরকার।
এই ফুলের পাঁচ পাপড়ি
মন্দ লাগে না বাহারি।
এই ফুল খুব খুব গোলাপি
দেখে প্রায় প্রত্যেকে চুপিচুপি।
এই ফুল বেগুনী- সুন্দর বাড়াবাড়ি
অগনিত পাপড়ি- নিখুঁত বাড়ে তাড়াতাড়ি।
এই ফুল এতো এতো সুন্দর
দুর্গন্ধ- তবুও কারো কারে অন্তর।
প্রতিটি ফুল আলাদা আলাদা সুন্দর
অভিলাষ মনে একটি যাচায়ের পর...
সাদা ফুল সাজে সুন্দর শিউলি
ধীরে ফুটে রাতে-প্রভাতে কলি।
ফুল রঙে রাঙানো. প্রিয় রংধনু
আমার-তোমার অতি পছন্দ তনু।
এই ফুলের রূপ দেখে অন্ধ
প্রায় মনে এই নিয়ে দ্বন্ধ।
25.10.2022
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




