ক্ষুধা আছে আমার, খাদ্য চাই
লজ্জা আছে আমার, বস্ত্র চাই।
ক্লান্তি আছে আমার, বাসস্থান চাই
ইচ্ছে আছে আমার, শিখতে চাই।
রোগ আছে আমার, চিকিৎসা চাই
মন আছে আমার, আনন্দ চাই।
নিশ্চিন্তে চলতে চাই, চাই নিরাপত্তা
কলুষিত নিত্য মন, কষ্টে আত্মা।
চাওয়ার পরেও অসম্ভব যোগাড় করতে
মনে মনে কত চেয়েছি মরতে।
প্রণোদনা, অনুদান, ভাতার চাই নিশ্চয়তা
কল্পনা করবো না অযথা যা-তা।
যদি অপূরণ থাকে মৌলিক চাহিদা
আর থাকবো না চুপ-সাদাসিধা।
যদি সময়মত সহযোগিতা না পাই
সবকিছু অবশ্যই পুড়ে করবো ছাই।
না পেলে হয়ত হবো ধর্ষক
ঘটনা ঘটাবো দেখবে অপলক দর্শক।
প্রায় সবাই হচ্ছে লোভে চোর
নিদ্রায় কেটে যায়, অদেখে ভোর।
06/11/2022
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



