বিশ্বাস হয়না এগুলো আমার লেখা
নিশ্চয়ই সব ইতিহাস করে রাখা।
আমার আছে সুখ-দুঃখ, বিজয়
উচ্চাকাঙ্ক্ষী, তবে সৃষ্টিকর্তায় পাই অভয়-ভয়!
হলো না, হলো না স্বপন-
পূরণ; হঠাৎ চলে যাবো কখন।
সেজন্য তোমাকে খুব প্রয়োজন-আপন
নয়তো সৃষ্টি করবো পৃথিবীতে প্লাবন।
কত করেছি আত্মচিৎকার শুননি
কত কেঁদেছি কোনো দিন বুঝনি।
আমারও মন চায়, প্রতিদিনে প্রায়
আমার আচার-আচরণ কেনো হাসায়।
বুঝে আসেনা কেনো এতো অহংকারী
প্রতিটি মানুষই খুব খুব দরকারী।
05-11-2022
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



