এই মতামত কি নিখুঁত, চিরসত্য....
একেক মানুষ একেক মতামত দেয় সত্য... !?
কারটা বিশ্বাস করবো যে সর্বশ্রেষ্ঠ,
না-যে, সারা জীবন সর্বনিকৃষ্ঠ!?
আমিতো মানি যে, জগৎ জুড়ে সর্বউত্তম
ঠেকবি যখন হুস আসবে হারাবি যখন দম।
তোমার চরিত্র বলো, মানবো যদি হয় সর্বশ্রেষ্ঠ
আর নয়তো মেনে নিবো তুমি সবচেয়ে নিকৃষ্ঠ।
বাস্তবে তুমি কি কি দেখো আমায় বলো?
কি কি ভাবো এই পৃথিবী নিয়ে আর আলো?
আমিও প্রতিদিন চলি-দেখি বাস্তবতা
আমার আছে ত্রুটি, সঠিক কাজ, মানবতা।
19/11/2022
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



