আচমকা সামনে খুব সুন্দর তরুনী
আচঁড়ানো রেশমী চুল, চমকিত তখনি!
ভেবে ভেবে গেলো এমনি এমনি
কোন্ রমণী অসুন্দর, কখনো ভাবেনি।
যখন চাহিদা জাগে, থাকি রাগে
ধরতে চায় মন, যে আগে।
দেখতে একটু মন্দ, কালো, অরুচি
সবার কিন্তু একই ভাবে সূচি।
যে অপূর্বনা, তারও লাগে- চমৎকার
সারাজীবনের জন্য নিশ্চয় সৌন্দর্য দরকার।
প্রায় প্রত্যেকের চিন্তায় সুন্দর সুন্দর
নগ্ন আমরা মনে মনে, অন্দর ।
কি চাই জীবনে, মগ্ন বেশি?
থাকতে চাই সবাই হাসি-খুশী।
যথাযথ বেশ কমবেশি হতে পারে
একজনেই সুখ সারাজনম দেয় তারে।
27.11.2022
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



