মনের মত সুন্দর সে বুঝলি
ভালো লেগেছে কি খালি খালি?
কারণ সে সত্যি খুব সুন্দরী
সে জানে অতি অতি বাহাদুরি!
দীর্ঘ সময় পর পছন্দ-আনন্দ
এসো এই হৃদয়ে নেই দ্বন্ধ।
সজীব হচ্ছে এই মন, মগজ
আমায় পাওয়া তোমার জন্য সহজ।
এসো সানন্দে চিত্তে এসো এসো
আমায় প্রকৃত, সঠিক মতো ভালোবাসো।
খোয়াব নয় বাস্তব, হয়ত সম্ভব
স্বপ্ন-ই পূরণ হয়, নয় অসম্ভব!
কি রাজি আছো নাকি-ভাববে?
চাইলে কিন্তু আমাকে নিশ্চয় পাবে।
28/11/2022
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



