ফসল কেটে নিয়েছে পড়ে আছে নাড়া
সফল কৃষক। কে যেন দিচ্ছে তাড়া।
জয়ী আমরা হই, হারিও মাঝে মাঝে
কত রূপের মানুষ, কত বহু সাজে।
খোলা মাঠ আবার হবে ধান-শস্য চাষ
এর আশেপাশে আমরা করি বসবাস।
কে ফলাবে, কে দিবে আবার ফসল
কে দেয় শুক্তি-বুদ্ধি এতো বল্?
দিগন্ত দেখা যায় ধরা যায় না
তবুও ইচ্ছে ছুঁতে, মনে কত বায়না
প্রতিদিনই দেখি নিজ চেহারা আয়নায়
ভুল গুলো কি? সত্যি কি ভাবায়?
১৪.০১,২০২৩
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



