এ আমি নই! আমি আরো ভালো....
আমার আছে প্রচুর, অনেক আলো.!
তবুও সন্তুষ্ট নই, আরো চাই
হয় না, হয় না, বাচাই...
জমাই সম্পত্তি, চিত্তে আনন্দ পাই
চাকচিক্য জাকালো বেশভূষা, যা চাই!
উচু-নিচু আছে পার্থক্য, মতের অমিল
সহজ-সরল, একরকম নয় দিল।
অর্জন করেই পাত্তা দেইনা কাউকে
বিজ্ঞ মনে করি খুব নিজেকে!
হাহাকার হৃদয়ে, পেটে ক্ষুধা, তাতে?
মরে মরুক দিবো না পাতে...!
১৫.০১.২০২৩
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



