আমার আছে চমৎকার তীব্র আগ্রহ
কল্পনায় ঘুরি সব, গ্রহ-উপগ্রহ...
হতে পারে দেহ, হারাই কখন
আকাশ-পাতাল, মন চায় যখন!
সাগর-নদী, পাহাড়-মরুভূমি সবই
খালি খালি, নেই শুধু তুমি!
আমার দেখতে সুন্দর লাগে সবুজ
এই বয়সেও কেমন যেন অবুঝ!?
একলা থাকতে লাগছে খুব বিরক্ত
নিশ্চয়ই শেষ নবী, প্রিয়, ভক্ত!
যথেষ্ট হয়েছে একা থাকার অবিজ্ঞতা
তরুণী কেবল মুছতে পারে ব্যকুলতা!?
১৮.০১.২০২৩
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



