আমার বুঝে আসে না যুদ্ধে
নারী পেলে রণক্ষেত্রে বা ফাঁদে
সৈনিকরা কেন করে অকারণে ধর্ষণ
যেখানে লড়তে হয়, জীবন-মরন!
ধর্ষণ করা কি সামরিক প্রশিক্ষণ-
কৌশল!? যাদের হাতে দেশের স্বপন।
যদি তা-হয় ভেঙ্গে করো চুরমার
এরকম যোদ্ধা, নেই একদম দরকার।
মানুষ মেরে আনে স্বাধীনতা, যারা-
ভোগ করে সম্ভ্রম, জয়ে আত্মহারা।
শান্তির নামে করে সৃষ্টি অশান্তি
আসলে তাদের মনে অধিক ভ্রান্তি!
১৯,০১,২০২৩
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



