আমার আছে অভাব, জ্ঞানের অভাব
তাই দেখাতে পারিনা সঠিক ভাব!
হয়নি তোমার সাথে একটুও ভাবসাব
মিলল না হৃদয়-হৃদয়ে সুভাব!
কবে যে হবে খাপে খাপ
আর কত করবো কুচিন্তা-পাপ!
মনে এসেছ , এখন পাশে আসো
তোমার মত করেই না-হয় ভালবাসো!
কত রূপ দেখবো করতে বাছাই
এবার সাহসে বলছি, সত্যি চাই।
আসবে কি? আসবে কি? বলো?
যদি মনে থাকে প্রথম আলো!
২০.০১.২০২৩
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



