জানি না, তুমি জানো সব
আমার তন্দ্রা; তোমার নাই রব।
সম্পত্তি নাই; যা দেখি সমস্ত-
তোমার একমাত্র কর্তৃত্ব এবং রাজত্ব।
নিদ্রা যাই, তুমি যাওয়া না
খেয়াল করা হয়নি, কতকিছু অজানা...
মন আর দেহ হলে সুন্দর-
হয় নিখুঁত; ফুড়ুৎ নিশ্চয় পরপর...
তুমি দেখে পৃথিবী বলেছ ভাবতে
অনেকে খুঁজে পায় রহস্য তাতে।
প্রথম শুরু সৃষ্টি “এক” থেকে
তা জেনেও বহু গেছে বেঁকে!
পেলাম না জগতে এখনও কিছু
মৃত্যুর পরে না পেলে সবকিছু-
হায় হায় সব যাবে বৃথা
জীবনে দেখো অতি এতো ব্যথা!
এড়িয়ে গেছি রমণীর রূপ, সৌন্দর্য
এককী থেকে খুব বিস্মিত, আশ্চর্য।
যুবক-যুবতী করলে মিলন অবশেষে
জন্ম নেই মানুষ নতুন বেশে!
এটাই ঘটছে যা দেখছে সকলে
আন্দাজে কেন করে, কেন বলে?
পুর্বে ঘটেছে অনেক ঘটনা, নিয়ম
চূড়ান্ত হয়েছে; করেছে মানুষ অনিয়ম।
মোরগ-মুরগির মিলন দেখিছি সকলে
তারপর ডিম বাচ্চা তার ফলে!
৩০.০১.২০২৩
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




