অঙ্গভঙ্গি দেখেই মনে হত প্রলুব্ধ
দেখে ভেবে, কল্পনা করে স্তব্ধ!
কী করবো? কী করবো? নিঃশেষ
শেষ হয়েছে মনের, দেহের বেশ!
বুঝে নাই, বুঝে নাই স্বজন-
তখন ছিল সোনালী জ্বলজ্বল যৌবন!
কী করবো কী করবো বুঝিনি
ছিল কেবল কামনা, স্বপ্নে রমণী।
বলতে পারিনি কাউকে হৃদয়ের জ্বালা
কেনা হয়নি কারো জন্য মালা।
এতোই আনাড়ি ছিলাম, এখনও আছি
তাই শুধু শুধু বেঁচে আছি।
সাহস হয় না কী দেবো
জেনেও, কিভাবে মনের মত পাবো?
ভাবনা ভাবনায় হায় হায় নাই
চারদিকে অজস্র, তবুও না পাই।
হে আল্লাহ দাও মিলিয়ে দাও
আর পারিনা যাতনা সইতে; দাও।
যেভাবে বলেছ করেছি চেষ্টা সেভাবে
তাই বলে কি ধ্বংস এভাবে...?
০৩.০২.২০২৩
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




