সাইফুল ইসলাম সাইফ
জীবনে অনেক উৎসব করেছি পালন
এখনও নেই আমেজ, নেই দোলন...!
আমার হয়নি কোনো প্রয়োজন পূরণ
পাবো, পাবে দেখায়, দেখি স্বপন!
বহু ঘটনায় হয়েছে আনন্দ অনুভব
নিশ্চয় প্রতিশ্রুতি দিয়েছেন সবাইকে রব!
সময় মতো চেয়ে, পেয়েছে যারা
অহংকারী হয়ে বলে আকাশের তারা!
যারা না পেয়ে দিশাহারা তাদের
শোনায় কেবল সফলতার গল্প আমাদের...
সব তার কঠিন পরিশ্রমের ফল
তাই সে হয়েছে সবসময় সফল!
ভুলে যায় তাকে দিয়েছে প্রভু
অকৃতজ্ঞ, স্বীকার করে না কবু!
ত্যাগ করে না তামাশা দেখায়
সব হারায় যখন প্রাণ হারায়!
আসছে শীঘ্রই খুশির দিন সবার
সবাই কি সুখ পায় প্রতিবার!?
উত্তরা, ঢাকা।
২৬.০৬.২০২৩
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২৩ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




