প্রথম পাওয়া
সাইফুল ইসলাম সাঈফ
যদি যথা সময় বলতাম ভালবাসি
হতে কি আমার, হতে খুশি?
আমার অনুভব হয়, রাতে-দিনে
যদি বলে দিতাম তোমার কানে।
তাহলে কি তুমি হতে আমার
এই উপলব্ধি হয় কেনো বারবার?
আমি বিচ্ছিন্ন কেনো থেকেছি সেসময়
তাইতো এখন খুব যাচ্ছে দুঃসময়!
হারিয়ে ফেলে বলি আগেই ভালো...
বর্তমান কেনো বুঝি না বলো?
খালি লোকসান হয় শুরু করলেই
যাচ্ছি কেবল অযথাই একলা লড়েই।
তুমি সাড়া দিচ্ছ শুধু বাক্যহীন
একরকম এখন লাগে নিজেকে মূল্যহীন।
কিছু বলে দাও, কর মন্তব্য
তাহলে বুঝব, ঠিক করব গন্তব্য।
জানি যা আর হবার না
তবুও জানতে তো নাই মানা।
প্রত্যাশা তুমি একটি চিঠি লিখবে
যা আমার প্রথম পাওয়া হবে।
সেক্টর-সাত, উত্তরা, ঢাকা।
২৫.০৮.২০২৩
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০২