দেখে শিখেছি
সাইফুল ইসলাম সাঈফ
সূর্য দেখে আমি-
তোমাকেই বুঝেছি!
চন্দ্র দেখে আমি-
তোমাকেই জেনেছি!
সাগর, পাহাড় দেখে-
তোমাকেই চিনেছি!
মন্দ, ভুল নিত্য করে চলেছি
যদিও সুখ-প্রশান্তি পেয়েছি।
প্রভু তুমিই এক অদ্বিতীয়
চির চূড়ান্ত কথা তোমার, আমার প্রিয়।
শুষ্ক মাঠ হতে দেখেছি সজীব প্রাণবন্ত
কেবল তোমার নেই যে অন্ত।
সবকিছু হবে একদিন শেষ
তুমি শুধু আল্লাহ অশেষ।
প্রতিটি ঘটনায় শেখাও জ্ঞানীকে
কৃতজ্ঞতা জ্ঞাপন করে তারা তোমাকে।
পথ দেখাও সহজ সরল
কুচিন্তা নিয়েছে হৃদয়ের দখল!
খুব অসহায় খুব দুর্বল
পূণ্য কাজের চাই ফলাফল।
ক্ষমা চাই ক্ষমা
স্বীয় চাই হতে উপমা।
উত্তরা, ঢাকা।
০৬.০৯.২০২৩
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৯