এসো প্রিয়
সাইফুল ইসলাম সাঈফ
চাঁদের মতো আমারও আলো আছে
বুঝে না স্বজন, থেকেও কাছে!
মাঝে মাঝে জ্বলে উঠি দীপ্তিতে
কেন যেন মেঘে ডাকে তাতে।
খুশি আর আলোকিত করেছি এসে
কিছু ভুলে দেখে না হাসে!
নারী ছাড়া পুরুষ ভীষণ দুখি
কত না রূপের সুন্দর আঁখি!
তপ্ত যৌবন কেটে গেলো কেন
বুঝেও তারা নিশ্চুপ কারণ যান?
নাই নাই আমার কিছুই নাই
তবুও বারবার বলি তোমায় চাই।
থাকা যায় না, জটিল একা
সব থাকতেও লাগে খুব ফাকা।
নিঃসঙ্গ থাকতে চাই না আর
সাড়া চাই, একাকী প্রিয় তোমার!
যে দিতে চাও, বার্তা দাও
আমায় জেনে নিজের করে নাও।
উৎসুক হয়ে বসে আসি চেয়ে
দুলে উঠবো খুশিতে তোমায় পেয়ে!
এসো প্রিয় আপন করে নাও
আমার সাথে নির্জনে হারিয়ে যাও...
উত্তরা, ঢাকা।
২১.১০.২০২৩
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




