শূন্য হৃদয়
সাইফুল ইসলাম সাঈফ
হৃদয় পোড়ে রে, হৃদয় পোড়ো রে
শূন্যতা পূরণের জন্য হৃদয় পোড়ে রে...
বিষণ্ণ, বিষাদ, বিরহে দিন যায় রে
সব সুখ কি প্রিয়ার কাছে রে...?
যতনে রাখিব, আদরে রাখিব
রাখিব গহীন অন্তরে...
এড়িয়ে এড়িয়ে সুখ নাই
যেখানে যাই বলে একাই!
একটু হেসে, একটু বেসে
যদি কাছে আসে
প্রশান্তি অনুভব, দুলে উঠিরে
একপশলা বৃষ্টিতে সতেজ হয়রে...!
একটু সাড়া তাতেই আত্মহারা
সে ছাড়া তন্দ্রা হারা!
সব দিলে হবো সুখি
দেখব কেবল তাকিয়ে রূপ, আঁখি!
ছুঁয়ে ছুঁয়ে পরশ নিবো তার
বলবো সবাই সে যে আমার!
স্বপনে স্বপনে কেটে গেলো
তবুও সে না এলো।
কল্পনা, আল্পনা, সে হবে অনুপ্রেণা
কমে না কমে না যতনা!
উত্তরা, ঢাকা।
২৪.১০.২০২৩
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




