একলা
সাইফুল ইসলাম সাঈফ
ধরলে না তো আমার হাত
শূন্যতায় কেটে যাবে বৃথা রাত!
এদিক সেদিক খুঁজে হবে বিদিশা
দিন শেষে নেমে আসবে হতাশা।
এতো যাছাই করোনা হে প্রিয়
সত্যি বলছি খালি আমার হৃদয়।
চিরসবুজ মানুষ হওয়া খুব দুর্লব
দেখিতে সুন্দর জানো অতি পল্লব!
সময় গেছে এখনও রয়েছি আনাড়ি
যদিও প্রস্তুত নাই আমার বাড়ি।
কি চাই, কেন চাই অজানা
আমার আছে আপন স্থায়ী ঠিকানা।
যদিও বলেছি ভার্চুয়ালি বাস্তবে অসম্ভব
প্রকাশ্যে আমি খুব লাজুক সব।
প্রথম যেভাবে বলেছি খুলে আর-
বলিনি কাউকে হও না আমার!
একলা আর ভালো লাগে না
তুমি আসো না, ভালোবাসো না!
খালি চিত্ত, একা বিরক্ত, মুক্ত
এসো না হে মনোহর যুক্ত!
উত্তরা, ঢাকা।
২৫.১০.২০২৩
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




