সঙ্গ চাই
সাইফুল ইসলাম সাঈফ
এতো দিনও প্রিয়ার সঙ্গ মেলেনি
এতো আত্মচিৎকার করেও সঙ্গী ঝুটেনি!
আমি কি থাকবো এমনি এমনি
এছাড়া তো কোনোভাবে শান্তি আসেনি!
না ছুটলে ধরা কি দেয় না
প্রতিদিনই দেখি তো রূপ আয়না।
আত্মচিন্তা করতে করতে সময় শেষে
যৌবন গেলে ভেবে ভেবে মিশে।
সম্পদ আর পারলাম না যোগাতে
ক্লান্ত আমি বলতে বলতে রাতে!
ঘুমে থাকি মগ্ন হয়ে প্রভাতে
কারো যায় আসে না তাতে।
এসো নারী, ধরো হাত তাড়াতাড়ি
তোমায় না পেয়ে, গেছে বাহারি!
বুড়ো হলে কেমনে বলো বাঁচি
সুন্দর ছিলো আমারও জন্ম সূচি!
কেন তবে পাইনা যথা সময়ে
এতে যাতনা কেন আমার হৃদয়ে!
এসো না সানন্দে আমার পাশে
দুনিয়াতে কত ঘটনা ঘটে চারপাশে।
সঙ্গ চাই না হলো বৃথা
সব কিছু লাগে যে ব্যথা
সঙ্গ এখন অতি ভালো লাগে
নির্জনে একান্তে থাকতে চাই বাগে!
উত্তরা, ঢাকা।
২৬.১০.২০২৩
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




