ডেকে যাই
সাইফুল ইসলাম সাঈফ
নীরবে প্রকাশ্যে ডেকে যাই প্রভু
পথ হারা করোনা আমায় কভু।
তোমার কাছে চাওয়া, তোমার কাছেই পাওয়া
তোমার কাছেই একদিন ফিরে যাওয়া।
সবুজে ফসলে ভরা মাঠ
এর মাঝে নিদর্শন আমার পাঠ।
ইচ্ছায়-অনিচ্ছায় করি, হয় ভুল
ত্রুটি গুলো ফুটে যেন হয় ফুল।
ফুল থেকে যেন হয় সুমিষ্ট ফল
বাড়িয়ে দাও আমার বেঁচে থাকার মনোবল।
বিজ্ঞ কর, মূর্খ করোনা আমায়
যা দিয়ে হয় পূণ্য কামায়।
সহজ সরল পথে কর দৃঢ়
সবাই বলি সমুন্নত বই পড়!
ক্ষমা কর আমায় সবসময়
আমার যেন না হয় অহেতুক ক্ষয়!
উত্তরা, ঢাকা।
২৭.১০.২০২৩
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




